‘খবর আছে’, বই হাতে কি বললেন সৌরভ চক্রবর্তী

0
61

বিনোদন: টলিপাড়ার জনপ্রিয় মুখ সৌরভ চক্রবর্তীর ‘খবর আছে’। সৌরভ নতুন করে কি খবর দিতে আসছে দর্শকদের? এই খবর সেই খবর নয় যে। এই খবর আছে বইয়ের পাতায় পাতায়। মুক্তি পেল পরিচালক ও অভিনেতা সৌরভ চক্রবর্তীর কবিতার বই ‘খবর আছে’। বাবার উৎসাহে লেখালেখি চালিয়ে যাওয়া সেই ছোটবেলা থেকে। সৌরভের প্রথম কবিতার বই প্রকাশ পেয়েছিল তার হাফ প্যান্ট পরা সময়ে। তারপর অনেক গুলো বছর পার করে খবর আছে নিয়ে হাজির সৌরভ চক্রবর্তী।

নিজের বই প্রকাশের আনন্দ একদিকে, অন্যদিকে আক্ষেপের সুর সৌরভের গলায় , জানান “গতকাল বাবা থাকলে খুব খুশী হতেন। মাকেও বেশ নার্ভাস লাগছিল। পৃথিবীর এত এত ঘুরপাক, কোটি কোটি মুহূর্ত এইসবের ভিড়ে তুচ্ছ জীবনের নগন্য কিছু খবর যা কোনদিন ব্রেকিং নিউজ হয় না তারই হদিশ থাকল এই বইতে, ‘খবর আছে’। নতুন বইয়ের চেনা গন্ধটা নাকে লাগার পর আমিও কিন্তু কম নার্ভাস হইনি। “

- Advertisement -

খবর নিয়ে সৌরভ এবার বইয়ের পাতায়। যেকোনো রিলিজ, সিরিজে অভ্যস্ত সৌরভ কিন্তু নিজের লেখা বই প্রকাশ এই বিষয়টাতে অভ্যস্ত নন তাই চিন্তা ছিল কিছুটা। বাবার চাওয়া পূরণ মা’কে পাশে নিয়ে। যে বিষয়গুলোর ঠিক খোঁজ থাকে না সেসব কিছুর খোঁজ থাকবে সৌরভের নতুন বইতে। অভিনেতা, পরিচালক সৌরভের পাশাপাশি এবার লেখক সৌরভকেও দর্শক পেল।